আড়াইহাজার প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার, হ্যান্ড সেনিটাইজার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তবক অপর্ণ করাসহ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আরএমও ডা. আশরাফুল আমীন, ডা. শান্তা ত্রিবেদী. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. আরিফ ভূঁইয়া ও ডা. প্রিন্স প্রমুখ। ডা. সায়মা আফরোজ ইভা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি। তাঁর অবদান আমরা চীরদিন শ্রদ্ধার সাথে স্বরণ করব। তিনি বলেন, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে সকালে জাতীয় পতাকা অর্ধমিত রাখা হয়। কালো পতাকা উত্তোলন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স সহ সকলে দিনভর কালো বেজ ধারণ করেন।
আড়াইহাজারে স্বাস্থ্য কমপ্লেক্সে উপহার সামগ্রী বিতরণ
পোষ্টটি শেয়ার করুনঃ