এখন বষ্যাকাল। উপজেলার বিভিন্ন এলাকায় বিলের পানিতে সকাল হলেই ফুটে উঠে লাল ও সাদা শাপলা। তবে লাল শাপলা এই এলাকায় বেশী একটা দেখা যায় না। সাদা ফুলের শাপলা বেশী চোখে পড়ে। শাপলার বিভিন্ন ওষুধি গুন রয়েছে। গ্রামের মানুষ শাপলা বেশী একটি পছন্দ না করলেও শহর অঞ্চলে এর বেশ কদর রয়েছে। তবে গ্রামের শিশুরা শাপলা তুলতে বেশ পছন্দ করে। ছবি তোলেছেন- নজরুল ইসলাম।
শাপলা হাতে নিয়ে তিন শিশু
পোষ্টটি শেয়ার করুনঃ