স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলাবাসীকে যুবলীগ নেতা বাবুল রহমান ওরফে বাবুল ২০২১ সালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। “আড়াইহাজারের সময়.কম”-কে তিনি বলেন, আসছে ইংরেজী নতুন বছরে আড়াইহাজারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকার উপজেলার সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের সুফল মানুষ ভোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নে সমৃদ্ধশালী করেছেন। দেশে বড় বড় উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। এমপি নজরুল ইসলাম বাবুর প্রচেষ্টায় আড়াইহাজারেও বড় বড় বেশ কিছু প্রকল্পের কাজ পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে না থেকে মানুষের পাশে ছিলেন। আমি তাদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আড়াইহাজার উপজেলাবাসীকে যুবলীগ নেতা বাবুলের ২০২১ শুভেচ্ছা
পোষ্টটি শেয়ার করুনঃ