স্টাফ রিপোটার: আড়াইহাজারবাসীকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মুসল্লমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। কনোরার এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ। আমার পক্ষ থেকে আড়াইহাজার উপজেলাবাসীর প্রতি রইল শুভ কামনা। করোনার এই মহামারীতে ঈদ আমাদের জীবনে নিয়ে এসেছে শান্তির বার্তা। তিন আরও বলেন, চলছে (কোভিড-১৯)করোনাভাইরাসের ছোবল। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হতে হবে। ভাইরাস মোকাবেলায় সকলকে সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাচল করতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করতে হবে। উদাসহীন চলাফেরায় যেন ঈদের আনন্দ ফিকে হয়ে না যায়। সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি করোনা মুক্ত থাকুন। আপনার পরিবার ও আশেপাশের লোকজনকে করোনা মুক্ত রাখার দায়িত্বও আপনার। সবার জন্য শুভ কামনা।