স্টাফ রিপোটার্র: ‘মানতে হবে স্বাস্থ্যবিধি উপদেশ তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার আড়াইহাজার উপজেলার কয়েকটি ইউনিয়নের সাধারণ জনগণকে সচেতন করেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ। দিনভর পরিচালিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমীন, মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত, ডা. হাসমত, ডা. চেমন আরা বেগম ও ডা. সায়মা নাফিদা কাজমী প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুপ্তারা ইউনিয়ন পরিষদ, আড়াইহাজার পৌরসভার পায়রা চত্বর, ফতেপুর ইউনিয়ন পরিষদ ও মানিকপুর বাজারে জনগণকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। এ সময় লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রর্দশর্নীসহ বিভিন্ন প্রচাররণা চালানো হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর।
মানতে হবে স্বাস্থ্যবিধি তবেই হবে করোনা মুক্তি
পোষ্টটি শেয়ার করুনঃ