আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া-আড়াইহাজার সদর পর্যন্ত ১১ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরপুর ছিল। এতে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। সম্প্রতি ‘আড়াইহাজারের সময়.কম’-এ সংবাদ প্রকাশের পর রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। এই রাস্তায় দিনের বেলায় যানবাহন কোনো রকম চলাচল করতে পারলেও, রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে। এ ছাড়াও রাতে যানবাহনের ধীরগতির কারণে প্রায় সময় ডাকাতের কবলে পড়ছেন যাত্রীরা। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন উপজেলা সদরে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়ত করছেন। সরজমিনে গিয়ে গেলে এলাকাবাসী জানান, র্দীঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিপুল সংখ্যক মানুষের ভোগান্তি হচ্ছিল। উপজেলার পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে এ সড়ক দিয়ে যাতায়ত করছেন। গর্তে গাড়ী উল্টে পড়ে যাচ্ছেন। ছোট বড় অসংখ্য গর্তে যানচলা চলে ধীরগতির কারনে রাতে ডাকাতের কবলে পড়ছেন যাত্রীরা। এতে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। উপজেলার জাঙ্গালিয়া এলাকার ব্যবসায়ী ছালাউদ্দিন বলেন, সড়কের সংস্কার কাজ করায় আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এতে আমরা খুশি। রিকশা চালক আলী হোসেন জানান, সড়ক জুড়ে গর্ত থাকায় রিকশা চালাতে অনেক কষ্ট হতো। এখন রাস্তার গর্ত ভরাট করে দেওয়া হয়েছে। এতে আমাদের রিকশা চালাতে সুবিধা হয়েছে। আয়রোজগারও বাড়ছে। আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার বলেন, ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছিল। গর্ত ভরাট করে দেওয়া হয়েছে। এতে উপজেলার দক্ষিণ এলাকার কয়েকটি ইউনিয়নের লোকজনকে উপজেলা সদরে আসতে আর ভোগান্তি পোহাতে হবে না। পর্যায়ক্রমে পুরো সড়কের খানাখন্দে ভরাট করা হবে।
সংবাদ প্রকাশের পর আড়াইহাজারে সড়কের সংস্কার কাজ
পোষ্টটি শেয়ার করুনঃ