আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শফিউল্যাহ জুয়েল নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকার মেট্রো পলিটন পুলিশের অধীনে তুরাগ থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মৃত জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুলের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রুপগঞ্জের ইউএসবাংলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়েন। আড়াইহাজার থানার এসআই হুমায়ন মঙ্গলবার সকালে জানান, জুয়েল প্রাইভেটকার যোগে ঢাকা থেকে তার বাড়ি পুরিন্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে তাকে বহনকৃত (ঢাকা-মেট্রো-গ-১৪-৫২২৮) নম্বরের প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় প্রাইভেটকার-কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখী সংর্ঘষে প্রাইভেটকার ধুমড়েমুচড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রুপগঞ্জের ইউএসবাংলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। তবে গাড়ীর চালক চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
পোষ্টটি শেয়ার করুনঃ